চলমান ডেস্ক: আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন বুরকিনা ফাসোর নতুন সামরিক জান্তা। একটি আঞ্চলিক সম্মেলনের প্রাক্কালে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দেশের জনগণের উদ্দেশে দেয়া তার প্রথম গুরুত্বপূর্ণ ভাষণে তিনি এ আহবান জানান। ওই সম্মেলনে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করা হতে পারে। খবর এএফপির।
বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশিয়ান কবোরিকে ক্ষমতাচ্যুত করার কয়েক দিন পর পল-হেনরি সানদাওগো দমিবা টেলিভিশনে প্রচারিত বক্তব্যে বলেন, ‘বুরকিনা ফাসোর তাদের আন্তর্জাতিক অংশীদারদের সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন। আমি আমাদের দেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের আহ্বান জানাচ্ছি, যাতে যত দ্রুত সম্ভব আমরা এ সংকট থেকে বেরিয়ে আসতে পারি।’
ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইসিওডব্লিউএএস) সোমবারের (২৪ জানুয়ারি) সামরিক অভ্যুত্থানের ব্যাপারে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায়, সে বিষয়ে শুক্রবার (২৮ জানুয়ারি) পরামর্শ করার কথা রয়েছে।
পশ্চিম আফ্রিকার এ দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া জিহাদি সহিংসতা দমনে কাবোরি ব্যর্থতায় জনগণের ক্ষোভের প্রতি সমর্থন দিয়ে বিদ্রোহী সৈন্যরা তাকে ক্ষমতাচ্যুত করে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন