বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: আমি কৃষক  । আব্দুল কাইয়ুম

সোমবার, এপ্রিল ৩, ২০২৩

প্রিন্ট করুন

আমি কৃষক,
আমি কৃষি কাজ করে কষ্টে ফলাই ধান।
আমার শ্রমে হাজারো মুখে উঠে রসালো পান!

আমি চাই না, তোমাদের কাছে বড় কিছু, কোন কিছু।
আমারে ভেবনা অন্য কারো চেয়ে খানিকটা নিচু

এমন কথা ভাববার সময় নই যে কাহারো আজ।
ফসল ফলাতে মাঠে থাকি যখন, মাথায় পরে যে বাজ।

কত সাপ বিচ্ছু কামরিয়ে ধরে, ভয়ে পিছিয়ে যায়নি কভু
শুধু ফরিয়াদ স্রষ্টার তরে, তোমার সৃষ্টির ভাল রাখো প্রভু।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন