যুক্তরাষ্ট্রে গুগলের ম্যাপে ‘গালফ অফ মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘গালফ অফ আমেরিকা’ রাখার ‘অপরাধে’ মার্কিন সার্চ জায়ান্টটির বিরুদ্ধে মামলা করেছে মেক্সিকো সরকার।
মেক্সিকো সরকারের প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এক সংবাদ সম্মেলনে এই মামলার তথ্য প্রকাশ করেছেন, তবে তিনি উল্লেখ করেছেন যে মামলাটি কোথায় এবং কখন দায়ের করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান জানায়, মেক্সিকো সরকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে, কারণ এটি মেক্সিকোর আঞ্চলিক পরিচিতি ও সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত।
শেইনবাউম বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের উপসাগরের এই নাম পরিবর্তনের আদেশ কেবল যুক্তরাষ্ট্রের জলসীমার জন্য প্রযোজ্য এবং যুক্তরাষ্ট্র সরকারের এ সমুদ্র অঞ্চলের পুরো নাম পরিবর্তনের কোনো অধিকার নেই।
“আমরা কেবল চাই, যুক্তরাষ্ট্র সরকারের জারিকৃত আদেশ যেন তার সীমার মধ্যেই প্রযোজ্য থাকে।”
এ বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য গুগল ম্যাপে ‘গালফ অফ মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘গালফ অফ আমেরিকা’ করেছে কোম্পানিটি।
এর আগের মাসেই এ পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিল গুগল। ওই সময় কোম্পানিটি বলেছিল, কেবল যুক্তরাষ্ট্র সরকারের ‘জিওগ্রাফিক নেইমস ইনফরমেশন সিস্টেম’ বা জিএনআইএস-এ নামটি আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত হওয়ার অপেক্ষায় রয়েছে তারা, যা যুক্তরাষ্ট্রের ভৌগোলিক নামকরণের জন্য ফেডারেল ও জাতীয় মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়।
বিবিসি প্রতিবেদনে লিখেছে, ওই সময় গুগলকে একটি চিঠি দিয়েছিল মেক্সিকো সরকার। যাতে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়ার আগেই বিষয়টি পুনর্বিবেচনা করে কোম্পানিটি।
মার্কিন ব্যবহারকারীদের জন্য ‘গালফ অফ মেক্সিকো’র নাম পরিবর্তনের ঘোষণা দেওয়ার সময় গুগল বলেছিল, দেশভেদে কোনো জায়গার স্থানীয় নাম ভিন্ন হলেও গুগল ম্যাপে আনুষ্ঠানিক নাম দেখানোর দীর্ঘদিনের রীতি অনুসরণ করছে তারা। মেক্সিকোতে এখনও এ উপসাগরের নাম ‘গালফ অফ মেক্সিকো’ হিসেবেই দেখানো হয়।
তবে এ দুটো দেশের বাইরের ব্যবহারকারীদের জন্য এই উপসাগরের নাম দেখানো হয় ‘গালফ অফ মেক্সিকো (গালফ অফ আমেরিকা)’ হিসাবে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন