শনিবার, ২১ জুন ২০২৫

শিরোনাম

চট্টগ্রামে সায়ান জিতল সিডান গাড়ি

বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫

প্রিন্ট করুন

চট্টগ্রামের আধুনিক ও অভিজাত শপিংমল ফিনলে সাউথ সিটিতে অনুষ্ঠিত হলো গ্র্যান্ড ওপেনিং এবং ঈদ বিক্রয় উৎসব ২০২৫-এর মেগা র‌্যাফেল ড্র এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। 

বুধবার (২৮ মে) সন্ধ্যা ৭টায় নগরীর বহদ্দারহাটের ফিনলে সাউথ সিটিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ‘সিডান কার’ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন ফিনলে প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুফাখখারুল ইসলাম খসরু, ফিনলে সাউথ সিটি শপ ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবদুল মাবুদ শমসের, সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানসহ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মেয়র চট্টগ্রামকে আধুনিক ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে সমাজের সকল শ্রেণীর মানুষের একসাথে কাজ করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ন ছাড়া কখনই একটি শহরকে বসবাসযোগ্য করে গড়ে তোলা যায় না। তাই আমাদের এই প্রাণের শহরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে হাত বাড়িয়ে দিতে হবে। 


এর আগে মেয়র ডা. শাহাদাত হোসেন বহদ্দারহাট থেকে কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত ফিনলে প্রপার্টিজ কর্তৃক নির্মিত সড়ক বিভাজন নির্মাণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন করেন। পরে ফিনলে সাউথ সিটিতে শিশুদের বিনোদনের জন্য গড়ে তোলা এমিউজমেন্ট পার্ক জিজি আইল্যান্ডেরও উদ্বোধন করেন তিনি। 


র‌্যাফেল ড্র এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গাড়ি ছাড়াও বিজয়ীদের হাতে আইফোন, ল্যাপট, স্মার্ট টিভিসহ আকর্ষণীয় সব পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। 
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফিনলের ডিজিএম সেলস অ্যান্ড সিএমডি আবদুল্লাহ আল ফারুক। 


এদিকে প্রথম পুরস্কার হিসেবে গাড়ি পেয়ে ভীষণ খুশি বলে জানালেন ছোট্ট বন্ধু জয়ী মাহির আশহাব সায়ানের বাবা মো. আমিনুল হক। এই সময় তিনি বলেন, শপিং করে গাড়ি পেয়ে যাব, এমনটা কখনও ভাবিনি। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। ফিনলে প্রপার্টিজ এবং ফিনলে সাউথ সিটি আমার পরিবারের স্বপ্ন পূরণ করেছে। 


সম্প্রতি শেষ হওয়া ঈদ উৎসব উপলক্ষে ফিনলে সাউথ সিটির দোকানসমূহ থেকে কেনাকাটা করে যারা কুপন সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন, তাদের মধ্য থেকে গত ১৫ মে লটারির মাধ্যমে ২০ জন বিজয়ীকে বেছে নেওয়া হয়েছে। 


প্রসঙ্গত, স্থাপত্যশিল্পে আস্থার ঠিকানা ফিনলে প্রপার্টিজ লিমেটেডের এই শপিংমলটি চলতি বছরের ১৭ জানুয়ারি যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর থেকেই অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ শীতাতপনিয়ন্ত্রিত এবং দেশি-বিদেশি নানা ব্র্যান্ডের সমাহারে

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন