শনিবার, ১৯ জুলাই ২০২৫

শিরোনাম

চলতি মাসেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি

শনিবার, মার্চ ১, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: চলতি মার্চ মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (০১ মার্চ) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এই সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ)।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এ মাসের (মার্চ) মধ্যেই প্রধান উপদেষ্টার (অন্তর্বর্তী সরকারের) পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে পরবর্তী রাজনৈতিক কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করা ছিল তার রাজনৈতিক দূরদর্শিতা। সেটি চালু থাকলে হয়তো চব্বিশ এর রক্তপাত ঘটতো না। আওয়ামী লীগ আবার রাজনৈতিক কার্যক্রম শুরু করতে পারলে সেটা হবে আমাদের রাজনৈতিক কৌশলের ব্যর্থতা। তাই আওয়ামী লীগকে মোকাবিলা করতে হবে ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে।’

তরুণদের নেতৃত্বে আসা নতুন দলকে অভিনন্দন জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন দলকে অভিনন্দন জানাই। আমরা চাই, গণতন্ত্রের শত ফুল ফুটুক। তবে তাদের গণপরিষদ গঠনের দাবির বিষয়টি প্রশ্নবোধক বলে মনে করি। গণপরিষদ ও সেকেন্ড রিপাবলিক গঠনের কথা যারা বলেছেন, রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত করাই তাদের উদ্দেশ্য।’

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলছেন, তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। কারণ তারা জাতীয় নির্বাচনে নিজেদের অবস্থান নিয়ে ভয় পান। চব্বিশের আন্দোলন তো স্থানীয় নির্বাচনের দাবিতে হয়নি। বিষয়টি বিবেচনা করে সবাইকে কথা বলা উচিত।’

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন