সিএন প্রতিবেদন: নিউইয়র্ক রাজ্যের ৮২ লাখ পরিবারকে ‘মূল্যস্ফীতি রিফান্ড’ চেক দেওয়ার ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। রাজ্যের ২০২৬ অর্থবছরের বাজেটের অংশ হিসেবে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। চেকের পরিমাণ সর্বোচ্চ ৪০০ ডলার পর্যন্ত হতে পারে।
গভর্নর হোকুল বলেন, “অক্টোবর থেকে রাজ্যের ৮০ লাখের বেশি বাসিন্দা এই চেক পাবেন। এটা তাঁদেরই উপার্জিত অর্থ, যা আমরা তাঁদের হাতে ফেরত দিচ্ছি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মোকাবিলায় আমি সর্বদা সাধারণ মানুষের পাশে আছি। তাই মধ্যবিত্ত শ্রেণির ওপর কর হ্রাস, শিশু কর ছাড় বৃদ্ধি এবং সকল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে স্কুল খাবার চালু রাখার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি।”
অ্যাসেম্বলি স্পিকার কার্ল হেস্টি বলেন, “এই চেকগুলো মানুষের হাতে টাকা ফিরিয়ে দেবে, যা তাঁরা প্রয়োজন অনুসারে খরচ বা সঞ্চয় করতে পারবেন। এটি আমাদের দীর্ঘদিনের লক্ষ্যেরই অংশ—কোনো পরিশ্রমী পরিবার যেন খাদ্য বা বাসস্থানের চিন্তায় না থাকে।”
যারা পাবেন এই রিফান্ড চেক:
২০২৩ কর বছরের জন্য যাঁরা রাজ্যের আবাসিক কর ফর্ম জমা দিয়েছেন, নির্ধারিত আয়ের সীমার মধ্যে আছেন, অন্য কোনো করদাতার ওপর নির্ভরশীল হিসেবে দেখানো হয়নি, তাঁরাই এই রিফান্ড পাওয়ার যোগ্য হবেন।
চেকের পরিমাণ:
- যৌথভাবে কর দাতা ও যাঁদের বার্ষিক আয় দেড় লাখ ডলারের মধ্যে, পাবেন ৪০০ ডলার।
- দেড় লাখ থেকে তিন লাখ ডলারের মধ্যে হলে পাবেন ৩০০ ডলার।
- একক কর দাতা ও যাঁদের বার্ষিক আয় ৭৫ হাজার ডলারের মধ্যে, পাবেন ২০০ ডলার।
- ৭৫ হাজার থেকে দেড় লাখ ডলারের মধ্যে হলে পাবেন ১৫০ ডলার।
এই চেক পেতে কাউকে আলাদাভাবে কোনো আবেদন করতে হবে না। অক্টোবর ও নভেম্বর মাসের মধ্যে ডাকযোগে চেক পাঠানো হবে।
প্রয়োজনে বিস্তারিত তথ্য রাজ্য সরকারের ওয়েবসাইটে পাওয়া যাবে।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন