সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে করোনাভাইরাস ইঁদুরের মাধ্যমে ছড়াতে পারে বলে অভিমত দিয়েছেন একদল গবেষক। ‘এমবায়ো’ নামে একটি উন্মুক্ত জার্নালে সম্প্রতি এমনই একটা এক গবেষণা পত্র প্রকাশিত হয়েছে।
জার্নালে গবেষকরা উল্লেখ করেছেন, নিউইয়র্ক শহরে অন্তত ৮০ লাখ ইঁদুর রয়েছে। এই ইঁদুরগুলো করোনাভাইরাসের তিনটি ভেরিয়েন্টের জন্য সংবেদনশীল। তবে ভেরিয়েন্টগুলোর নাম উল্লেখ করা হয়নি ওই প্রতিবেদনে।
গবেষণাপত্রে বলা হয়েছে, করোনাভাইরাসে সংক্রমিত ইঁদুরগুলো মানুষের সংস্পর্শে আসার প্রচুর সুযোগ রয়েছে। এতে মানুষের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এর আগে ১৩৪৭ থেকে ১৩৫১ সালের মধ্যে ইউরোপে এমন ঘটনা ঘটেছিল। ওই সময়ে ইঁদুরের মাধ্যমে ব্ল্যাক ডেথ ভাইরাস ছড়িয়ে পড়েছিল।
তবে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলেছে, পশু থেকে মানুষের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা বিরল।
গবেষণাটির প্রধান তত্ত্বাবধানকারী এবং মিসৌরি বিশ্ববিদ্যালয়ের ইনফ্লুয়েঞ্জা ও উদীয়মান সংক্রামক রোগ কেন্দ্রের পরিচালক ডা. হেনরি ওয়ান বলেছেন, ‘এই ফলাফলগুলো চূড়ান্ত সিদ্ধান্তে আসার জন্য যথেষ্ট নয়। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে।’
সিএন/এমটি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন