শনিবার, ২১ জুন ২০২৫

শিরোনাম

নড়াইলে যুক্তরাষ্ট্র বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে সংবাদ সম্মেলন

বুধবার, মে ২৮, ২০২৫

প্রিন্ট করুন

নড়াইলে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাটের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নিউইয়র্কে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) সন্ধ্যায় যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা জানান, ১৮ মে নড়াইলের একটি ঘোর-দৌড় প্রতিযোগিতায় অতিথি হিসেবে যোগ দিতে যাওয়ার পথে সম্রাটের গাড়িবহরের ওপর নড়াইল জেলা বিএনপির সভাপতি পরিচয়ধারী জাহাঙ্গির বিশ্বাসের নির্দেশে হামলা চালানো হয়। এ ঘটনায় সম্রাটসহ কয়েকজন আহত হন, তাদের অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আব্দুল লতিফ সম্রাট বলেন, আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়ে নিউইয়র্কে ফিরে চিকিৎসকের শরনাপন্ন হয়েছি। সামনে নিয়মিত থেরাপিও নিতে হবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দলেরই নেতাকর্মীদের দ্বারা প্রবাসী নেতারা আক্রান্ত হচ্ছেন, যা অত্যন্ত নিন্দনীয়।

বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ বলেন, তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়েই প্রবাসীরা এলাকায় গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন, অথচ তারা হামলার শিকার হচ্ছেন। তিনি প্রবাসীদের জন্য সংসদে ১০ শতাংশ কোটার দাবি তুলে ধরেন এবং বলেন, তাদের অবদান অবহেলার শিকার হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মোস্তফা কামাল পাশা বাবুল, এম এ বাতিন, বাবরউদ্দিন, কাজী আজম, জসীম ভ’ইয়া, মীর মশিউর রহমান, সায়েম রহমান, মাজহারুল ইসলাম জনি, শাহাদৎ হোসেন রাজুসহ যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন