ঢাকায় বৈরী আবহাওয়ার কারণে চারটি ফ্লাইট অবতরণ করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। ঢাকায় আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো পুনরায় ঢাকায় ফিরে যাবে।
শনিবার (৩ ১ মে) বিকেলে এসব ফ্লাইট ঢাকায় নামার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে বাধ্য হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ঢাকায় আবহাওয়া খারাপ থাকায় নিরাপত্তার কথা বিবেচনা করে চারটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে।’
শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইট ৫১৪ বিকেল ৪টা ৩৪ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। এর আগে কক্সবাজার থেকে ঢাকাগামী এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট বিকেল ৪টা ৩২ মিনিটে চট্টগ্রামে নামে।
রাজশাহী ও সৈয়দপুর থেকে ঢাকাগামী ইউএস-বাংলার দুটি ফ্লাইটও বৈরী আবহাওয়ার কারণে গন্তব্য পরিবর্তন করে। ফ্লাইট দুটি যথাক্রমে বিকেল ৪টা ৪৭ ও ৫টা ১৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন