ডেস্ক প্রতিবেদন: শীতকালে প্রায়ই শিশুরা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এ সময় শীতের সকালে খুব ঠান্ডা থাকে। সন্ধ্যা বা রাতে আবার ঠান্ডা বেড়ে যায়। যার ফলে শিশুরা এ তাপমাত্রার সাথে খুব বেশি খাপ খাওয়াতে পারে না।
শীতকালে স্বাভাবিকভাবেই মানুষের রোগ বালাই কিছুটা বেড়ে যায়। তবে এ সময়ে বিশেষ করে শিশুর শরীরের প্রতি বেশি যত্নবান হতে হবে। কেননা শিশুরা নিজের শরীরের অবস্থা কিংবা রোগ বালাই সম্পর্কে কিছু বলতে পারে না। এ সময় বিভিন্ন রোগে বিশেষ করে ঠান্ডা জনিত রোগে বেশি আক্রান্ত হয় শিশুরা।
ঢাকা শিশু হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মনির হোসেন বলেন, ‘শিশুরা ঠান্ডাজনিত যে কয়েকটি রোগে ভোগে তার মধ্যে কাশি অন্যতম। বেশ কয়েক রকমের কাশি রয়েছে। যেমন- ক্রুপ কাশি, হুপিং কাশি ও শুকনো কাশি। ক্রুপ কাশিতে শিশুর শ্বাসনালি ফুলে যায়। শুকনো কাশি মূলত ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের জন্য হয়ে থাকে। এছাড়া হুপিং কাশি হলে সাধারণত শিশুরা বার বার কাঁশতে থাকে। এ কাশি দীর্ঘক্ষণও হতে পারে।
তিনি আরো বলেন, ‘বিভিন্ন কারনে শিশুদের কাশি হতে পারে। তবে মূলত ফ্লু বা ঠান্ডা লাগলে কাশি হয়। এছাড়া শিশুদের ঠান্ডা লাগার কারণে নাক বন্ধ হয়ে যায়। নাক দিয়ে পানি ও সর্দি পড়ে। এমনকি সর্দির কারণে জ্বরও আসতে পারে।’
ডাক্তার মনির বলেন, ‘সাধারণত শিশুদের ঠান্ডা একটি কমন সমস্যা। যে কোন কারণে শিশুর লাগতে পারে। এ জন্য যে প্রতি বারই ডাক্তারের কাছে যেতে হবে, তার প্রয়োজনও নেই। তবে অবশ্যই এসময় শিশুর অতিরিক্ত যত্ন নিতে হবে। সঠিক পরিচর্যার মাধ্যমে শিশুরা দ্রুত সুস্থ হয়ে উঠে।’
তিনি বলেন, ‘তবে দীর্ঘ দিন কাশি যদি ভাল না হয় অথবা ঠান্ডা যদি ভাল না হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া শিশুর কাশির সাথে যদি সর্দি থাকে, শ্বাস নেয়ার সময় যদি আওয়াজ হয়, জ্বর থাকে, শিশুর খাওয়া কমে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাইদুর রহমান সোহাগ বলেন, ‘শিশুদের ঠান্ডা লাগতে পারে। এ জন্য খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে তা যদি এক সপ্তাহের বেশি থাকে তবে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।’
শীতে শিশুর শরীর গরম কাপড় দিয়ে মুড়িয়ে রাখার পরামর্শ দেন এ বিশেষজ্ঞ। এছাড়াও শিশুদের সংক্রমণ প্রতিরোধ টিকা প্রদানেরও পরামর্শ দেন তিনি।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন