সোমবার, ১০ নভেম্বর ২০২৫

শিরোনাম

সমালোচক নাভালনিকে ‘সন্ত্রাসী ও চরমপন্থীদের’ তকমা রাশিয়ার

বুধবার, জানুয়ারী ২৬, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ক্রেমলিনের কারাগারে বন্দি কঠোর সমালোচক আলেক্সি নাভালনিকে মঙ্গলবার ‘সন্ত্রাসবাদী ও চরমপন্থীদের’ তালিকাভুক্ত করেছে রাশিয়া। ফেডারেল সার্ভিস ফর ফিনান্সিয়াল মনিটরিং (রসফিন মনিটরিং) সংকলিত নিষিদ্ধ ব্যক্তিদের একটি ডাটাবেসে মঙ্গলবার (২৫ জানুয়ারি) নাভালনি ও প্রধান সহযোগী লিউবভ সোবলসহ অন্যান্য সহযোগীদের নাম উল্লেখ করা হয়েছে। খবর এএফপির।

নাভালনির দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন জানায়, এ তালিকায় নাভালনির আরো নয় সহযোগীর নাম যুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্ত ডানপন্থী জাতীয়তাবাদী গোষ্ঠীসমূহ যেমন তালেবান ও তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠী সহ বিদেশী সন্ত্রাসী সংগঠনগুলির সাথে তাদেরকে সমান অবস্থানে ফেলে দিয়েছে।

চলতি মাসের মাসের শুরুতে, এ বিরোধী রাজনীতিকের আরো দুই প্রধান সহযোগীকে তালিকায় যুক্ত করা হয়েছিল।

গত বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ সমালোচক নাভালনিকে কারাগারে পাঠানো হয় ও তার রাজনৈতিক সংগঠনকে বেআইনি ঘোষণাসহ রাশিয়ায় ভিন্নমতের বিরুদ্ধে নজিরবিহীন কঠোর ব্যবস্থা নেয়া হয়। এরপর থেকে তার শীর্ষ সহযোগীরা প্রায় সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন