বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

অজ্ঞাতনামা হামলাকারীদের আক্রমণে নাইজারে ১১ নিরাপত্তা কর্মীর মুত্যু

শনিবার, অক্টোবর ২৩, ২০২১

প্রিন্ট করুন
niger 1
niger 1

নিয়ামি, নাইজার: বুরকিনা ফাসোর সাথে নাইজারের সীমান্তের কাছে বুধবার (২০ অক্টোবর) আঞ্চলিক প্রধানের এক মটর শোভাযাত্রা লক্ষ্য করে চালানো অতর্কিত হামলায় দেশটির ১১ নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (২২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়। খবর এএফপির।

এর আগে, স্থানীয় কর্মকর্তার এ হামলায় নিহতের যে সংখ্যা জানিয়েছিল তার চেয়ে মন্ত্রণালয়ের জানানো সংখ্যা কিছু বেশি।

বনকিলার জেলা প্রধানকে বহন করা গাড়ি বহরে সন্দেহভাজন জিহাদি এ হামলা ছিল তিলাবেরিতে সরকারি কর্মকর্তাদের ওপর প্রথম হামলার ঘটনা।

এটি হচ্ছে নাইজার, বুরকিনা ফাসো ও মালির মধ্যে ‘ত্রি-সীমান্ত’ জোনের অংশ। আর এ অঞ্চল আল-কায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপ সম্পৃক্ত জিহাদিদের হামলার উচ্চ ঝুঁকিতে থাকার জন্য বেশি পরিচিত। বিশেষ করে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার জন্য পরিচিত।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘এ হামলায় নাইজারের ন্যাশনাল গার্ডের দশ কর্মী ও ফ্রান্স সৈনিকের এক আরক্ষী নিহত ও আরো তিনজন আহত হয়েছেন।’

মন্ত্রণালয় জানায়, অজ্ঞাতনামা হামলাকারীরা সেখানে ন্যাশনাল গার্ড বাহিনীর দুইটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। তাদের হামলায় আরেকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা হামলায় বন্দুক ও রকেট লাঞ্চার ব্যবহার করে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘এ ব্যাপারে তদন্ত চলছে এবং হামলায় জড়িত অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে তাদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।’

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন