বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

আগুয়েরোর নতুন ঠিকানা বার্সেলোনা

মঙ্গলবার, জুন ১, ২০২১

প্রিন্ট করুন
আগুয়েরোর নতুন ঠিকানা বার্সেলোনা 1
আগুয়েরোর নতুন ঠিকানা বার্সেলোনা 1

দীর্ঘদিনের ক্লাব ম্যানচেস্টার সিটিকে বিদায় জানিয়ে দিয়েছেন সার্জিও আগুয়েরো। আর্জেন্টাইন স্ট্রাইকারের নতুন ঠিকানা এবার স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। দুই বছরের চুক্তিতে কাতালান ক্লাবটিতে যোগ দিয়েছেন এক দশক ধরে ইংলিশ লিগে খেলা এই তারকা ফুটবলার।

গতকাল সোমবার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বার্সেলোনা। ম্যানসিটির সঙ্গে চুক্তি শেষে ফ্রি ট্রান্সফার ফি তে বার্সেলোনায় মিশন শুরু করবেন আগুয়েরো। বার্সেলোনার জার্সিতে চুক্তি অনুযায়ী ২০২২-২৩ মৌসুমের শেষ পর্যন্ত খেলবেন আর্জেন্টাইন তারকা। ১০ কোটি ইউরো বাইআউট ক্লজে আগুয়েরোকে কিনেছে বার্সেলোনা।

প্রায় এক দশক আগে সোয়ান সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ লিগে অভিষেক হয়েছিল সার্জিও আগুয়েরোর। সে ম্যাচের ৬০ মিনিটে নেমে জোড়া গোল করেছিলেন তিনি। ম্যানচেস্টার সিটির হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচে বদলি হিসেবে খেলতে নেমে জোড়া গোল করলেন তিনি। তাই বিদায়ী ম্যাচটি করে রাখলেন স্মরণীয়। 

আগুয়েরোর বিদায় নিয়ে সম্প্রতি ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা বিবিসিকে বলেন,  ‘ও (আগুয়েরো) হয়তো আমার হৃদয়ের সবচেয়ে কাছের দল বার্সেলোনাতে সই করতে চলেছে। বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার মেসির পাশে খেলবে ও। আমার মনে হয় ওকে পেয়ে বার্সা শক্তিশালী হবে, সে নিজেও ওখানে খেলে মজা পাবে।’

গত রোববার ম্যানসিটির হয়ে প্রিমিয়ার লিগে ব্যক্তিগত শেষ ম্যাচ খেলতে নেমে আগুয়েরো গড়লেন দারুণ একটি কীর্তি। প্রিমিয়র লিগে এক দলের হয়ে রুনির করা সর্বাধিক ১৮৩ গোলের রেকর্ড ভাঙেন। ম্যানসিটিকে অনেক সাফল্য এনে দিয়েছেন তিনি। পাঁচটি লিগসহ মোট ১৫টি ট্রফি, ১৮৪ টি লিগ গোল ও ক্লাবের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (মোট ২৬০ টি গোল) ছিলেন তিনি।

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন