বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ঢাকা ইপিজেডে অর্ন্তবাস তৈরির কারখানা করছে চীনের কিয়াক্সি ফ্যাশন

সোমবার, আগস্ট ১৬, ২০২১

প্রিন্ট করুন
210301013423 977dhakaepz 1
210301013423 977dhakaepz 1

ঢাকা: প্রখ্যাত চীনা কোম্পানি মেসার্স কিয়াক্সি ফ্যাশন বাংলাদেশ লিমিটেড ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকায় প্রায় ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে মহিলাদের অর্ন্তবাস তৈরির একটি কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ কারখানায় তারা দুই হাজার ৩১ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি বার্ষিক ২৪০ লাখ অর্ন্তবাস উৎপাদন করবে।

এ লক্ষ্যে সোমবার (১৬ আগস্ট) ঢাকায় বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স কিয়াক্সি ফ্যাশন বাংলাদেশ লিমিটেডের মধ্যে ইজারা চুক্তি সই হয়েছে।

বেপজার সদস্য (প্রকৌশল ও বিনিয়োগ উন্নয়ন-অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ফারুক আলম এবং কিয়াক্সি ফ্যাশন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জিয়াও হোংজি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ ইজারা চুক্তিতে সই করেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, বেপজার সদস্য (অর্থ) নাফিসা বানু, মহা ব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, মহা ব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, মহা ব্যবস্থাপক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম এবং মহা ব্যবস্থাপক (ঢাকা ইপিজেড) মো. আব্দুস সোবহান চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজ রিলিজ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন