বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

পর্তুগালকে উড়িয়ে জার্মানির দারুণ জয়

রবিবার, জুন ২০, ২০২১

প্রিন্ট করুন
পর্তুগালকে উড়িয়ে জার্মানির দারুণ জয় 1
পর্তুগালকে উড়িয়ে জার্মানির দারুণ জয় 1

আগের ম্যাচেই ফ্রান্সের কাছে হেরেছিল জার্মানি। সে দলটিই কি না ঠিক পরের ম্যাচে পর্তুগালের বিপক্ষে দারুণভাবে জ্বলে উঠে।  শুধু জ্বলে উঠেছে বললে কম বলা হবে। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা রীতিমতো আধিপত্য বিস্তার করে জিতেছে।

গতকাল শনিবার রাতে ইউরো কাপের এই ম্যাচে জার্মানি ৪-২ গোলে হারিয়েছে রোনালদোর পর্তুগালকে। প্রথমে এক গোলে পিছিয়ে পড়েও অসাধারণ জয় তুলে নিয়েছে তারা। এই ম্যাচ জিতে টুর্নামেন্টের ‘এফ’ গ্রুপের লড়াই জমিয়ে দেয় জার্মানি।

জার্মানি ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। পাঁচ মিনিটের মাথায় গোলও পেয়ে যায়। কিন্তু অফ সাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।

এর পরই পাল্টা আক্রমণ করে পর্তুগাল। ১৫ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো দলকে এগিয়ে দেন। ইউরো কাপে এটি তাঁর ১২তম গোল। এর পরই ঝাঁপিয়ে পড়ে জার্মানি। আক্রমণের বন্যা বইয়ে দেয়। অল আউট আক্রমণে ছত্রভঙ্গ হয়ে পড়ে পর্তুগালের রক্ষণভাগ। তাই ম্যাচের ৩৫ ও ৩৯ মিনিটে যথাক্রমে রুবেন দিয়াস ও রাফায়েল গুয়েরেইরোর আত্মঘাতি গোলে এগিয়ে জার্মানি (২-১)।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে জার্মানি। তাই গোল পেতেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি সাদা-কালো জার্সিধারীদের। ৫১ মিনিটে কাই হাভের্ৎসের গোলে ব্যবধান বাড়ায় জার্মানি (৩-১)। ৬০ মিনিটে রবিন গোসেন্সের গোলে (৪-১) জার্মানির জয় একরকম নিশ্চিত হয়ে যায়।

তবে হাল ছাড়েনি পর্তুগাল। একাধিক আক্রমণ গড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৬৭ মিনিটে দিয়েগো জোটার গোলে (৪-২) ব্যবধান কিছুটা কমায় পর্তুগাল। শেষ পর্যন্ত এই ব্যবধানেই খেলা শেষ হয়।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। তিন পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুই নম্বরে উঠে এসেছে জার্মানি। সমান পয়েন্ট নিয়েও তৃতীয় স্থানে পর্তুগাল। পরের পর্বে যেতে হলে ফ্রান্সের বিরুদ্ধে পরের ম্যাচে জিততেই হবে পর্তুগালকে।

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন