মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

পর্যটক টানতে বাংলাদেশে কার্যালয় খুলছে সৌদি আরব

শনিবার, আগস্ট ২৬, ২০২৩

প্রিন্ট করুন
ওমিক্রনে বিশ্বজুড়ে চার হাজার ফ্লাইট বাতিল 1
ওমিক্রনে বিশ্বজুড়ে চার হাজার ফ্লাইট বাতিল 1

সিএন প্রতিবেদন: পর্যটক টানতে বাংলাদেশে কার্যালয় খুলতে যাচ্ছে সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষ। সৌদি আরবের পর্যটন বিভাগের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান আল হাসান আল-দাব্বাঘ বিষয়টি নিশ্চিত করেছেন।

আল হাসান আল-দাব্বাঘ জানান, ‘আমাদের লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ বাংলাদেশি পর্যটক আকৃষ্ট করা…আমাদের জন্য এ বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘এ বছর আমরা তিন লাখ বাংলাদেশিকে সৌদি আরবে স্বাগত জানিয়েছি। তাঁদের বেশির ভাগই ওমরাহ করতে এসেছেন। কিন্তু এমনও মানুষ আছেন, যাঁরা পরিবার ও বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন। কিছু মানুষ আছেন যাঁরা ব্যবসার কাজে এসেছেন।’

এ বছরের শুরুতে সৌদি আরব ভারতে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে। তাঁদের লক্ষ্য ২০৩০ সাল নাগাদ ১২ লাখেরও বেশি ভারতীয় পর্যটক আকৃষ্ট করা। এবার এ সপ্তাহের সফরে সৌদি পর্যটন কর্তৃপক্ষ বাংলাদেশে তাদের উপস্থিতি বাড়াতে চুক্তি স্বাক্ষর করল।

আল-দাব্বাঘ বলেন, ‘আমরা এখানে অনেক কিছু করছি। প্রথমত, আমরা একটি কার্যালয় খুলছি। আমরা এখন আমাদের বাণিজ্যিক অংশীদার, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’

সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিলেন সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ। এই সফরে বাংলাদেশি ওমরাহ পালনকারীদের জন্য ‘নুসুক’ প্ল্যাটফর্ম চালু করেছে সৌদি আরব। বাংলাদেশের রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের সূচনা করা হয়।

নুসুক হলো এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম—যেখানে ই-ভিসা আবেদন, ভ্রমণ পরিকল্পনা এবং বুকিংয়ের ক্ষেত্রে সহযোগিতা পাওয়া যায়। এর মাধ্যমে পর্যটকেরা মক্কা, মদিনা এবং অন্যান্য শহরে ভ্রমণের জন্য যাত্রাপথ নির্দিষ্ট করতে পারবেন। হজ ও ওমরাহ পালনকারীদের সফর মসৃণ করাই নুসুক পরিষেবার লক্ষ্য। নুসুক ছাড়াও সৌদি মন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বেশ কয়েকটি চুক্তি করেছেন।

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন