মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৮ জনের মরদেহ উদ্ধার

শনিবার, এপ্রিল ১, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে দুই শিশুসহ আটজনের মরদেহ পাওয়া গেছে। মৃতদের মধ্যে একজন ভারতীয়সহ দুই পরিবারের ছয়জন রয়েছেন।

শুক্রবার (৩১ মার্চ) দুই দেশের সীমান্তের অদূরে একটি জলাভূমিতে এসব মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তাঁরা কানাডা থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন।

স্থানীয় পুলিশ প্রধান শন দুলুদে জানান, দক্ষিণ-পূর্ব কানাডার আকওয়েসনে মোহাক সম্প্রদায়ের এক নিখোঁজ ব্যক্তির ডুবে যাওয়া নৌকার কাছ থেকে এই মরদেহগুলো পাওয়া গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, মৃতদের মধ্যে দুই পরিবারের ছয়জন রয়েছেন। এ ছাড়া কানাডার পাসপোর্টধারী রোমানিয়ান বংশোদ্ভূত একজন এবং ভারতীয় একজন নারী রয়েছেন। এদের মধ্যে তিন বছরের কম বয়সী এক শিশুও রয়েছে।

আদিবাসী অধ্যুষিত মোহাক অঞ্চলটি কানাডার কুইবেক ও অন্টারিও প্রদেশ থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পর্যন্ত বিস্তৃত।

স্থানীয় পুলিশের উপপ্রধান লি অ্যান ও’ব্রায়েন বলেছেন, ডুবে যাওয়া নৌকাটি খুব ছোট ছিল এবং এটি বৃষ্টি ও প্রবল বাতাসসহ খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহগুলোর ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন