বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

সিনেটর চাক সুমারের সাথে নিউইয়র্কের লং আইল্যান্ড কমিউনিটির নেতাদের বৈঠক

বৃহস্পতিবার, আগস্ট ২৬, ২০২১

প্রিন্ট করুন
আমরা ৯৩ আমেরিকা 5 1
আমরা ৯৩ আমেরিকা 5 1

নিউইয়র্ক: সিনেটরের মেজরিটির নেতা সিনেটর চাক সুমার এবং অ্যাসেম্বলি ম্যান ফিল রামসের এর সাথে গোলটেবিল বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড কমিউনিটির নেতৃবৃন্দ।

শুক্রবার (২০ আগস্ট) লং আইল্যান্ডের হাকফাক লেবার ফেডারেশন বিল্ডিংয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশসহ প্রায় ৪৫টি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন অ্যাসেম্বলি ম্যান ফিল রামোস।

বৈঠকে চাক সুমার বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির লোকজনের সাথে দীর্ঘ সময় আলাপ আলোচনা করেন।

লং আইল্যান্ডে বসবাসকারী কমিউনিটি অ্যাক্টিভিস্ট জাসাস কেন্দ্রীয় নেতা গোলাম ফারুক শাহীন বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে চাক সুমারকে কোরআন শরীফের ইংরেজি তরজমা করা একটি বই উপহার দেন। সিনেটর বইটি সাদরে গ্রহণ করেন।

এ সময় চাক সুমার বলেন, ‘বাইডেন-হ্যারিস প্রশাসন ইমিগ্রেশন ও মাইনরিটি কমিউনিটি এবং হেইট কেরাইম নিয়ে যথেষ্ট কাজ করে যাচ্ছেন।’

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন