সোমবার, ১০ নভেম্বর ২০২৫

শিরোনাম

ঐতিহাসিক ৭ মার্চ’ উদযাপন নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে

বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ‘ঐতিহাসিক ৭ মার্চ ২০২৩’ উদযাপন করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেনে কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানসহ ১৯৭১ ও ১৯৭৫ এর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ভিডিও প্রদর্শন ও দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের উপর উন্মুক্ত আলোচনা করা হয়।

মোহাম্মদ মনিরুল ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ৭ মার্চের ভাষণের উপর বিশ্লেষণধর্মী আলোচনা করেন।

তিনি দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর আলোচনা করতে গিয়ে ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়টি উল্লেখ করেন।

মনিরুল ইসলাম বলেন, ‘৭ মার্চের ভাষণ এখন শুধু বাংলাদেশেই নয়, বিশ্ব সম্পদে পরিণত হয়েছে।’

তিনি বর্তমান বিশ্বপরিস্থিতিতে বিশ্ব শান্তি ও স্থিতিশিলতা অর্জনে বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শণের প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পুরো পৃথিবীর মুক্তিকামী ও শান্তিকামী মানুষের অবিরাম অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেন মোহাম্মদ মনিরুল। তিনি সকলকে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর গৌরবময় জীবন ও কর্ম এবং বাংলাদেশের সঠিক ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সব শহিদ, ১৯৭১ সালের সব শহিদ ও জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত এবং দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন