নিউইয়র্ক: বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাটের (বাক) উদ্যোগে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।
কানেকটিকাট রাজ্যের ইস্ট হাডফোর্ডের ব্লাজিন মিডল স্কুলে ১৭ মে এ মেলার আয়োজন করা হয়।
শারমিন সিরাজ সোনিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বাংলাদেশীদের প্রতি বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী চৌধুরী। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলদেশ কন্সুলেট জেনারেল নিউইর্কের ডেপুটি কন্সাল জেনারেল আনিসুর রহমান ও রাজনীতিবিদ এর্টনী মঈন চৌধুরী।
উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মঈনুল হক চৌধুরী হেলাল, ডেবিট স্বপন রোজারিও, জুনেদ এ খান, আব্দুল মান্নান চৌধুরী, আবু আবছার, সাইফুল গনি চৌধুরী, বাপ্পী সোম, সংগঠনের নিবাচন কমিশনার সুজা খান, আবু গফ্ফার, খালদ হাসান দীপ, আসিফ ইকবাল এমএ আজিজ, বেইনের সাবেক সভাপতি আসিফ বাবু।
মেলার মূল আকর্ষণ ছিল সংগীতশিল্পী তাহসান। এছাড়া গান করেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী, বাংলাদেশের ব্যান্ড শিল্পী সুজন আরিফ, স্থানীয় শিল্পীদের মধ্যে ছিল বিসিএসি গ্রুপ ও স্থানীয় সাদা কালো ব্যান্ডের মনমুগ্ধকর পরিবেশনা। বাদ্যযন্ত্রে ছিলেন সারগ্রাম ব্যান্ড।
এছাড়া বৈশাখী স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়।
মেলা আকর্ষণ ছিল ৩০টিরও বেশী খাবার, কাপড় ও জুয়েলারী ও রিয়েল স্টেটসহ ভিন্ন ধরনের স্টল। দোকানীরা রকমারী খাবারের পশরা সাজিয়ে খাবার বিক্রিতে আগত প্রবাসীরা খুব উপভোগ করেন। মেলায় নারী পুরুষসহ নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের উপচেপড়া ভীড় ছিল।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন