শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

শিরোনাম

১০-১৫ মার্চ চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব

বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: শিল্প সংস্কৃতির প্রায় সবগুলো মাধ্যমকে একত্রিত করে শতাধিক সংগঠনের সহস্রাধিক শিল্পীর অংশগ্রহণে চট্টগ্রাম সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব। আগামী ১০-১৫ মার্চ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য এ আয়োজনে অনুষ্ঠিত হবে এ উৎসব। শুক্রবার (১০ মার্চ) বিকাল সাড়ে চারটায় ‘কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব’ এর উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আজম নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি একিউএম সিরাজুল ইসলাম ও চসিকের প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন।

বুধবার (৮ মার্চ) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে করে এসব তথ্য জানান কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদ। পর্ষদের সদস্য সচিব আবৃত্তিশিল্পী মুজাহিদুল ইসলামের সঞ্চলনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উদযাপন পর্ষদের আহ্বায়ক নাট্যজন সাইফুল আলম বাবু। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা মোসলেম উদ্দিন শিকদার। উপস্থিত ছিলেন উদযাপন পর্ষদের সদস্য কাজল সেন, ফারুক তাহের, তাসাদ্দুক হোসেন দুলু, আলী প্রয়াস, সৃজনশীল প্রকাশনা পরিষেদের সভাপতি শাহ আলম নিপু, ছড়াকার সংসদের সাধারণ সম্পাদক আফম মোদাচ্ছের আলী প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানে হয়, ছয় দিনের এ উৎসবে প্রতিদিনের আয়োজনে বিকাল সাড়ে চারটা থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে থাকছে একক ও দলীয় সংগীত, একক ও দলীয় আবৃত্তি, দলীয় নৃত্য, মুকাভিনয় ও যাত্রাপালা। সন্ধ্যা ছয়টা থেকে আর্ট গ্যালারী মিলনায়তনে থাকছে নাটক থেকে পাঠ, শ্রুতিনাটক, কবিতা পাঠ, ছড়াপাঠ, প্রীতি বিতর্ক, পাপেট শো, নৃত্যালেখ্য ও গীতিআলেখ্য। সন্ধ্যা সাতটায় মূল মিলনায়তনে থকেছে নাটক। প্রতিদিন বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত আর্ট গ্যালারী ভবনের দ্বিতীয় তলায় থাকবে দেশের নন্দিত চারুশিল্পীদের অংশগ্রহণে চারুকলা প্রদর্শনী, তৃতীয় তলায় চট্টগ্রাম ফটোগ্রাফি সোসাইটির সহযোগিতায় আলোকচিত্র প্রদর্শনী, শিল্পকলা প্রাঙ্গণজুড়ে বইমেলা। এতে অংশ নিচ্ছে চট্টগ্রাম প্রেস ক্লাব, কালধারা, বলাকা, শৈলী, খড়িমাটি ও তৃতীয় চোখ।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন