সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের উপকূলে দুটি নৌকা সাগরে ডুবে গেছে। এই ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন।
রোববার (১২ মার্চ) সকালে ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোর ব্ল্যাকস বিচের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় ইমার্জেন্সি সার্ভিস এই তথ্য নিশ্চিত করেছে।
সান দিয়াগো লাইফ গার্ডের প্রধান জেমস গার্টল্যান্ড বলেছেন, দুর্ঘটনার পর নৌকায় থাকা এক ব্যক্তি জরুরি নম্বর ৯১১ এ কল করেছিলেন। তিনি জানিয়েছে, তাঁর নৌকায় আটজন লোক ছিল। অপর একটি নৌকায় আট থেকে দশজন ছিলেন। দুটি নৌকাই ডুবে গেছে।
ব্ল্যাকস বিচের এই রুটকে সামুদ্রিক চোরাচালানের সবচেয়ে খারাপ রুট বলে অভিহিত করেছেন জেমস গার্টল্যান্ড। তিনি বলেছেন, কী কারণে এই নৌকাডুবির ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এই পথে তীব্র স্রোত রয়েছে। সে কারণেও নৌকা দুটি ডুবে যেতে পারে।
সিএন/এমটি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন